প্রকাশিত: ১২/০১/২০২০ ৯:৫৩ এএম

কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ব্যাহত হচ্ছে দুবাই বিমানবন্দরের সকল কার্যক্রম, ফলে বর্হিগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) এক টুইট বার্তায় সর্বশেষ পরিস্থিতির কথা নিশ্চিত করেছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ।

টুইটে বলা হয়, বন্যার পানি বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে শনিবার বর্হিগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে বিমানবন্দরের কার্যক্রম যত দ্রুত সম্ভব আবারও স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

দুর্ভোগে পড়েছে যাত্রীরা। অনেকে বের হতে পারছে না। রাস্তায় জলাবদ্ধতার কারণে গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

দুবাইয়ে গত কিছুদিন ধরে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। এদিকে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বন্যার কারণে শহরটির বিভিন্ন স্থানে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যা কবলিত অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পরিষেবা কেন্দ্র, যানবাহন পরিদর্শন কেন্দ্র এবং ড্রাইভিং ইনস্টিটিউট বন্ধ রাখা হয়েছে। দুবাই এর মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সারাদিন বজ্রসহ ভারী বৃষ্টিপাত হবে। উত্তর আমিরাত এবং পূর্ব অঞ্চলে পরিমাণ বেশি হবে। পাহাড়ি অঞ্চলে হিমশীতল বৃষ্টি হবে। চলতি সপ্তাহের পার্বত্যএলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেবেল জাইসের মতো পার্বত্য অঞ্চলগুলি সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে বলে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত