প্রকাশিত: ০৭/০৬/২০১৮ ৯:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৬ এএম

ডেস্ক রিপোর্ট::
ভৈরব উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে হেলিম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ২টায় শহরের গাছতলাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত হেলিম মাদক ব্যবসায়ী। তিনি ভৈরব পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় ১০টিসহ আশপাশের থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান দাবি করেন, মাদক ব্যবসায়ীরা বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
‘এ সময় মাদক ব্যবসায়ীদের গুলিতে উপপরিদর্শক জাহাঙ্গীর আলম, কনস্টেবল আব্দুস সাত্তার, দুলাল মিয়া ও আব্দুল মান্নান আহত হন। ঘটনাস্থলে হেলিম গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিলেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসির আরো দাবি, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, তিনটি গুলি, ৫১০টি ইয়াবা এবং ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

পাঠকের মতামত

চকরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুই পক্ষের হট্টগোল

কক্সবাজারের পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। পরিস্থিতি সামাল ...