প্রকাশিত: ০১/১২/২০১৮ ১১:৫৫ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর বহমান বদির গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত গাড়ি চালক খোরশেদ আলম বাদি হয়ে শনিবার(১ ডিসেম্বর) সকালে টেকনাফ মডেল থানায় মামলাটি করেন বলে জানা গেছে।

এজাহারনামীয় বাকি আসামিরা হলেন সালাউদ্দিন হেলাল ও রুহুল আমিন। তারা দুইজনই বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহর শ্যালক।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রদীপ কুমার দাস বলেন, শনিবার সকালে সাংসদের গাড়িচালক বাদী হয়ে এমপি আবদুর রহমান বদিসহ অপরাপর যাত্রীদের হত্যার চেষ্টায় একটি মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।

শুক্রবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়িতে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও এমপি বদিকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ঝাঁঝরা হয়ে যায়।

ওই ঘটনার পরে এমপি বদি দাবি করেন, টেকনাফে ফেরার পথে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় পৌঁছলে গাড়ির পেছন থেকে গুলি চালানো হয়। ওই সময় রাতের অন্ধকার হলেও একজন মোটা, আরেকজন একটু চিকন আকৃতির লোক পালিয়ে যেতে দেখেছেন তিনি।

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...