প্রকাশিত: ০৯/০৮/২০২২ ৩:২৩ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। সে লক্ষে বাংলাদেশ কে শোষনমুক্ত সুশাসন এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এমন বাংলাদেশ চেয়েছিলেন যেখানে বৈষম্য থাকবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত মানুষের জন্য আন্দোলন করে গেছেন। দেশের প্রত্যকটি নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কাজ করে গেছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য স্বপ্ন দেখতেন। সোনার বাংলা গড়ার জন্য উদগ্রীব ছিলেন। তাঁর সেই স্বপ্ন কে হত্যা করতে চেয়েছিলেন ঘাতকরা। কিন্তু তাঁর চেতনা ও আদর্শ কে হত্যা করতে পারিনি।

পলক আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে গৃহহীনদের ঘর করে দিচ্ছেন। সিংড়া উপজেলায় ২০৯০ টি গৃহহীন পরিবার ঘর পেয়েছে। আদিবাসী সম্প্রদায়ের ২০ টি পরিবারও ঘর পেয়েছে। সরকার তাদের জন্য কাজ করছে। আদিবাসীদের উচ্চ শিক্ষার জন্য উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। আদিবাসীদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান হচ্ছে। প্রযুক্তির দিক দিয়ে আদিবাসীদের এগিয়ে আসতে হবে।

আইসিটি বিভাগ তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান জাতীয় আদিবাসী পরিষদ ও এনএনএমসির আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাতীয় আদিবাসী পরিষদের সিংড়া উপজেলা শাখার সভাপতি পরিতোষ চন্দ্র উরাও এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঘুনাথ এক্কার পরিচালনায় বক্তব্য রাখেন নিউ গভঃ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জার্জিস কাদির বাবু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী নেতা নবীন চন্দ্র, নিরন্জন কুমার ও সাংবাদিক এমরান আলী রানা প্রমুখ। এর আগে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন পুজা উদযাপন কমিটির সভাপতি চাঁদ মোহন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক শীতল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রবিন কুমার কুন্ডু, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ সহ আরো অনেকে।সোর্স: বিডি২৪লাইভ

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...