প্রকাশিত: ২৮/১০/২০১৮ ৯:৩৬ পিএম

গত ১৬ অক্টোবর’১৮ ইং সকাল ১০টার দিকে অনুষ্ঠিত পালংখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি। স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে ওই অনুষ্ঠানে আমার মা রাশেদা বেগমও আমন্ত্রিত অতিথি হিসাবে ফুল দিয়ে সংসদ সদস্যকে বরণ করে নেন। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাশেদা বেগম আ’লীগে যোগদান করেছে মর্মে বিভ্রান্তকর অপপ্রচার শুরু করে। মূলত আমরা ঐতিহ্যগত ভাবে জাতীয়তাবাদী দলে বিশ্বাসী। আমি বর্তমানে উখিয়া উপজেলা ছাত্রদলের প্রভাবশালী সদস্য ও পালংখালী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক। আমার মা জাতীয়তাবাদী দল পালংখালী শাখার মহিলা সম্পাদিকা। আমার মরহুম পিতা ফজলুল করিম ছিলেন, পালংখালী ৭নং ওয়ার্ড বিএনপির কয়েক বারের নির্বাচিত সভাপতি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত শাহজাহান চৌধুরীর একান্ত আস্তাভাজন হিসাবে পুরো পালংখালী জাতীয়তাবাদী দলকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে জিইয়ে রেখেছিলেন। অথচ এলাকার একটি মহল আমি এবং আমার পরিবারে দলীয় পরিচয় ভিন্ন করার পরিকল্পিত ষড়যন্ত্র নিয়ে অপপ্রচার শুরু করেছে। আমরা বিগত জীবনে জাতীয়তাবাদী দলের বিশ্বাসী। বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। যেকোন ধরনের অপশক্তি ও ষড়যন্ত্র আমাদের সিদ্ধান্ত থেকে বিচ্যুত করতে পারবে না। সুতরাং উক্ত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসন, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ রইল।

নিবেদক

জিয়াউল করিম রিয়াদ

সদস্য

উখিয়া উপজেলা ছাত্রদল

ও যুগ্ম সম্পাদক

পালংখালী ইউনিয়ন শাখা ছাত্রদল

উখিয়া, কক্সবাজার।

পাঠকের মতামত