প্রকাশিত: ১০/১১/২০১৮ ৮:১২ এএম

নিউজ ডেস্ক::
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহ আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রার্থী হলে সবাই মেনে নেবেন। বর্তমান সংসদ-সদস্য আবদুর রহমান বদির কারণে উখিয়া-টেকনাফের গায়ে কলঙ্ক লেগেছে। ইয়াবার কলঙ্ক মুছতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সবাই ঐক্যবদ্ধ। প্রয়োজনে প্রধানমন্ত্রীকে প্রার্থী হয়ে উখিয়া-টেকনাফকে ইয়াবা মুক্ত করতে হবে।
তিনি গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার শহরে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের নাম প্রকাশ করতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। এ সময় তিনি আরো বলেন, বদির অন্তরে বঙ্গবন্ধু নেই। আওয়ামী লীগের বাইরে অন্য ঘরাণার মানুষ। তার অপকর্মে উখিয়া-টেকনাফের মানুষ বিব্রত। ইয়াবা গডফাদার হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রণয়নকৃত সর্বশেষ তালিকাতেও তার নাম ১ নম্বরে রয়েছে। এ কারণে উখিয়া-টেকনাফ আসনে বর্তমান সময়ে সবচেয়ে দুর্বল প্রার্থী বদি।
্উখিয়া-আসনে মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীই আবদুর রহমান বদির বিরুদ্ধে। সম্মিলিতভাবে তাঁরা উখিয়া-টেকনাফকে মাদকমুক্ত করতে চান বলেও দাবি করেন শাহ আলম।
নিজের যোগ্যতা সম্পর্কে শাহ আলম বলেন, আমি ২৫ বছর ধরে শিক্ষকতার পাশাপাশি রাজনীতিতে সম্পৃক্ত। আমরা আট ভাই সবাই উচ্চ শিক্ষিত। আমার একভাই শহীদ এটিএম জাফর আলম। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় ঢাকা বিশ^বিদ্যালয়ে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন। আরেক ভাই মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

পাঠকের মতামত