প্রকাশিত: ০৯/০৩/২০১৮ ১০:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪০ এএম

ডেস্ক রিপোর্ট ::
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের নামে নাম রাখা হলো কক্সবাজারের টার্কিশ ফিল্ড হসপিটালে শুক্রবার জন্ম নেয়া এক রোহিঙ্গা শিশুর।

ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস তাদের টুইটার অ্যাকাউন্টে নবজাতকের একটি ছবি শেয়ার করে একথা জানিয়েছে।

টুইটারে তারা জানায়, কক্সবাজারে টার্কিশ ফিল্ড হসপিটালে সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্ম নেয়া রোহিঙ্গা শিশু রিসেপ তাইয়িপ একজন তুর্কি চিকিৎসা কর্মকর্তার কোল থেকে সবাইকে ‘হেলো’ বলেছে।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় কক্সবাজারে ফিল্ড হসপিটালটি প্রতিষ্ঠা করার পর ফেব্রুয়ারি মাস থেকে সেখানে রোগী ভর্তি করা শুরু হয়।

এই এলাকার রোহিঙ্গা শরণার্থীরা প্রেসিডেন্ট এরদোয়ানকে খুব সম্মানের চোখে দেখে বলে জানিয়েছে হাসপাতালের প্রধান চিকিৎসক জামালাদ্দিন মোহাম্মদ।

এ কারণে, আনন্দিত পরিবারটি তার নামেই শিশুটির নাম রেখেছে বলে জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও শিশু দু’জনেই সুস্থ আছে।

হাসপাতালটিতে এখন পর্যন্ত ১০ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

তুরস্ক বিভিন্ন সংস্থার মাধ্যমে রোহিঙ্গা মুসলিমদের ত্রাণ সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

গত বছরের আগস্ট মাস থেকে মিয়ানমারের রাখাইন অঞ্চলে দেশটির সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়ারা রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধন শুরু করে। এরপর সেখান থেকে পালিয়ে এসে প্রায় আট লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নেয়। এদের বেশির ভাগই নারী ও শিশু।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...