প্রকাশিত: ২৪/০৬/২০১৯ ৭:১৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়টি বেশি অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রবিবার (২৩ জুন) নিজ দফতরে সাংবাদিকদের তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু সবচেয়ে অগ্রাধিকার পাবে, সঙ্গে সঙ্গে বিনিয়োগও।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা চীনকে বলবো, রোহিঙ্গা সমস্যার তাড়াতাড়ি সমাধান না হলে এখানে হয়তো সন্ত্রাসী তৎপরতা দেখা দিতে পারে। তিনি বলেন, ‘এই অঞ্চল সমস্যায় পড়লে চীনের ঈপ্সিত লক্ষ্য পূরণ নাও হতে পারে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ জুলাই থেকে ৫ জুলাই চীন সফর করবেন।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর জন্য আমরা জোরালোভাবে বলবো। তবে মিয়ানমার চীনকে কতটুকু গ্রহণ করবে সেটি আমরা জানি না।’

পায়রা বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরের আগে এটি ঘটলো। সরকার শক্তহাতে যারা দায়ী তাদের শাস্তি দেবে।’

গত ১৮ জুন পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নিয়োজিত একজন বাংলাদেশি শ্রমিককে হত্যা করে গুম করে ফেলা হয়েছে –এই ধরনের গুজবে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে একজন চীনা শ্রমিক নিহত হন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না।’

মিয়ানমারের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের বাংলাদেশ সফরের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কোনও আপত্তি নেই। আমরা অত্যন্ত স্বচ্ছ।’

তিনি বলেন, ‘আমরা তাদের কাছে কয়েকটি বিষয় জানতে চেয়েছি। যেমন– কতজন আসবে, কারা আসবে, এখানে তারা কী করতে চায়, কতদিন থাকবে। কিন্তু তারা এ বিষয়ে আমাদের কিছুই জানায়নি।’

তিনি বলেন, ‘তারা আমার সঙ্গে দেখা করতে চায়। কিন্তু কে আমার সঙ্গে দেখা করবে সেটি আমাদের বলেনি।’

আসিয়ানের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা ৮০০ রোহিঙ্গা গ্রামের মধ্যে মাত্র দুটি গ্রাম পরিদর্শন করে বলেছে, সব ঠিক আছে।’ তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি টুইস্টেড ও ডিসটরটেড।’

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...