প্রকাশিত: ২৫/০২/২০২১ ২:৩৪ পিএম

গত ২৩ ফেব্রুয়ারি ২০২১ ইং কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার পত্রিকায় দ্বিতীয় পৃষ্টায় “উখিয়ায় এতিমের জায়গা জবরদখলের অপচেষ্টার অভিযোগ,টিনে ঘেরা ভাংচুর”শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আনিত অভিযোগ পক্ষপাত দুষ্ট ও মিথ্যাচার।আসল ঘটনা হলো,১৬ জানুয়ারি ২০২১ ইং আমার দখলীয় জমিতে রাত আনুমানিক ৩ টার দিকে আমার অজান্তে ভূমিদস্যুরা রাতের আধাঁরে ড্রাম্পার যোগে পাহাড় কেটে মাটি ভরাট করেছে।সকালে খবর পেয়ে আমার দখলীয় জমিতে গিয়ে দেখতে পায় কিছু পাহাড়ি মাটি পড়ে আছে।কে ভরাট করেছে জানতে পেরে তাদেরকে মাটি না ফেলার জন্য নিষেধ করি।এই ঘটনার আনুমানিক ৫/৬ দিন পর রাতের আধাঁরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমার জমি মাটি ও ঘেরাবেড়া দিয়ে দখল করতে চাইলে আমি ৯৯৯ কল লাইনে কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের কবল থেকে জমি রক্ষা করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত কক্সবাজার এম-আর মামলা নং-৫৭২/২০২১ ধারা ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা যার স্মারক নং-৬৮০/২০২১/এডিএম,তারিখ/১৭/০২/২০২১খ্রিঃ জারী করি।বর্তমানে জমিটির উপর এম আর মামলা দায়ের করা আছে এবং বহাল রয়েছে। নালিশী জমি আমার দখলে আছে এবং নালিশী জমির সব ডকুমেন্ট আমার রয়েছে। দ্বিতীয় পক্ষ আলি আকবর পিতাঃ ফকির আহম্মদ, সুলতান আহম্মদ পিতাঃ এজাহার মিয়া সন্ত্রাসীদ্বারা বারবার জোরপূর্বক আমার জমি দখল করার পায়তারা করছে।প্রতিদিন রাতে প্রতিপক্ষরা সন্ত্রাসী দিয়ে আমাকে জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই অবস্থায় স্বাভাবিকভাবে আমার চলা ফেরা করতে ভয় পাচ্ছি। আমার দখলীয় জমির বিবরন।মৌজাঃ রুমখাপালং বি এস খতিয়ান নং-৬৯৪,১০৫৮,১০৫৯।সৃজিত বি এস খতিয়ান নং-২২৯৫,বি এস দাগ নং-২৭৯৬,২৭৯৯,২৭৯৫।উল্লেখিত বি এস খতিয়ানের মালিক ওয়াজ খাতুন-তার প্রাপ্ত জমি ৩৩,২৮শতক।তার একমাত্র কন্যা দিল বাহার হতে ২০০৫ সালে উখিয়া সাব-রেজিঃ অফিসে সাব রেজিঃ মূলে ২০ শতক জমি পরানশু বড়ুয়ার ছেলে আপন বড়ুয়ার নামে খরিদা।সে মতে আপন বড়ুয়ার নামে সৃজিত বি এস ২২৯৫ নং খতিয়ান সৃজন হয়।আর ২৭/১২/২০১৬ ইং তারিখের ১৮৮৭ নং দলিল মূলে হাসান আলির স্ত্রী নিলুফা ইয়াসমিনের নামে খরিদা ও ২৯/১০/২০১৮ ইং তারিখে ১৪৭১ নং কবলা মূলে হাসান আলীর নামে খরিদা।সে মূলে জমির মালিক হন। গত ১৫/০২/২০২১ ইং নিলুফা ইয়াসমিন হালসন ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন।যার ক্রমিঃ নং-২০২১৬৮।তাই উল্লেখিত ব্যক্তিগণ,ভূমিদস্যু, ভূমিগ্রাসী। তার রেকর্ডিয় জমির ৩ গোন জমি দখলে রেখে আমার জমিও গ্রাস করতে চাইতেছে।তারা সমাজের কোন বিচার শালিশ মানেনা।আরো একাধিক ব্যক্তির সাথে প্রতিবছর তাদের জমি বিরোধ লেগেই থাকে।এহেন সন্ত্রাসী টাইপের লোক থেকে বাচাঁনোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।উল্টো আমাদের বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে গায়েল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সংবাদের তীব্র নিন্দা জানাই এবং সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

প্রতিবাদকারী
মোহাম্মদ হাসান আলি
পিতাঃমৃত নজির আহম্মদ
গ্রামঃরুমখা,বড়বিল,হলদিয়াপালং।
উখিয়া,কক্সবাজার।

পাঠকের মতামত

ঈদগাঁওতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইউপি নির্বাচনে কারসাজি ও দুর্বৃত্তায়ন সহ্য করা হবেনা

আতিকুর রহমান মানিক, কক্সবাজার কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, দীর্ঘ আট বছর পর ...