প্রকাশিত: ১৯/০৫/২০১৮ ১০:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৬ এএম

রায়হান সিকদার,লোহাগাড়া :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের খাঁনদিঘী নামক স্হান হতে পেটের সাথে কস্টটিপ দ্বারা বিশেষ কায়দার পেঁছানো অবস্হায় ইয়াবা পাচারকালে ১নারী পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।এ সময় তার কাছ থেকে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উক্ত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ৩০লক্ষ টাকা।

বিষয়টি মুঠোফোনে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন

আটককৃত ইয়াবা পাচারকারীর নাম সানজিদা বেগম(৪০)। সে কক্সবাজার জেলার উখিয়া থাইংখালী এলাকার মৃত মোঃ ইউসুফের মেয়ে।

সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ১৯মে সন্ধ্যায় লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম ও থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আবদুল জলিলের নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী হাইয়েস গাড়ীতে সানজিদার পেটে তল্লাসী চালিয়ে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে থানার হেফাজতে নিয়ে আসে।

থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম উক্ত প্রতিবেদককে জানান,আটক সানজিদা বেগম তার পেটের সাথে কস্টটেপ দ্বারা পেঁছানো অবস্হায় ১০হাজার ইয়াবা ট্যাবলেট পাচার করছিল।আমাদের লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়। ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ৩০লক্ষ টাকা হবে বলে তিনি জানান।

তিনি আরো জানান,প্রতিদিন ইয়াবা উদ্ধারে বিশেষ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আটককৃত মহিলা ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আগামী ২০মে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আবদুল জলিল উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।

পাঠকের মতামত

আজ পহেলা বৈশাখ

আজ রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ ...

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন। ...

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ...