প্রকাশিত: ২৩/১১/২০২০ ৯:৪৩ এএম

সোয়েব সাঈদ ::
গভীর রাতে পাহাড় কাটা বন্ধে অভিযান চালালেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। রবিবার (২২নভেম্বর) রাত ১২ টার দিকে রামুর রাজারকুল ইউনিয়নের উত্তর ঘোনারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে তিনি পাহাড় কাটার সত্যতা পেয়ে কয়েকজনকে সতর্ক করেন এবং পাচারের জন্য রাখা মাটি-বালি ও পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করেন।
অভিযানে বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত ফাঁড়ির ...