প্রকাশিত: ০৫/০৮/২০১৮ ৬:৫৫ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে রোহিঙ্গাসহ এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত রোহিঙ্গা মো. একরাম (২০) কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে এসে খুলনার পাইকগাছার গোশাল গ্রামের ঠিকানায় পাসপোর্ট করার চেষ্টা করছিল। এ কাজে সহায়তা করছিল পাসপোর্ট অফিসের দালাল রাজু।

বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাঈদ জানান, রোববার দুপুরে পাসপোর্ট অফিসের চিহিৃত দালাল রাজুর মাধ্যমে রোহিঙ্গা একরাম পাসপোর্ট করার চেষ্টা করছিল। দুপুরে লাইনে বিশৃঙ্খলা করায় অন্যরা তাকে সোজা হয়ে দাঁড়াতে বললে সে কর্ণপাত না করায় সন্দেহ হয়। পরে তাকে সহ ওই দালালকে ধরে পুলিশের কাছে নিয়ে আসে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদে জানা যায় একরাম রোহিঙ্গা শরণার্থী। পরবর্তীতে তাকে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...