প্রকাশিত: ১৬/০৫/২০১৯ ৩:৪৫ এএম

উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর পোষ্টি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল।

পল্লী বিদ্যুত সমিতি,উখিয়া।
————————————-
তীব্র দাহনে মানুষের জীবন অতিষ্ঠ। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মানুষের মনোজগতেও চিতার আগুনের লেলিহান শিখা দাবানলের মতো ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবণা আঁচ করা যাচ্ছে। একদিকে পবিত্র রমজান মাস,অন্যদিকে প্রয়োজনীয় সময়ে বিদ্যুৎ না থাকা এই দু’কারনে মানুষের মনে সৃষ্ট ক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে যেকোন সময়। যেহেতু রাষ্ট্রীয় ভাবে বলা হয়েছে দেশে বিদ্যুৎ ঘাটতি নাই।তাহলে সাধারণ মানুষ কেন লোডশেডিং যন্ত্রনায় কষ্ট পাবে?অপরদিকে ভৌতিক বিল,বিভিন্ন নামে বিল আদায়,অপরাধ ও ঠুনকো অপরাধে সীমাতিরিক্ত জরিমানা আদায় ইত্যাদি কারনে মানুষের মনোভাব কখনো পল্লী বিদ্যুতের প্রতি ইতিবাচক ছিল না।আর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষও কদাপি চেষ্টা করেনি মানুষের পক্ষে একটি সেবা মুলক প্রতিষ্ঠান হিসাবে নিজেকে দাড় করাতে।আসলে মানুষের মনোতুষ্ঠির চাইতে অর্থটাই তাদের কাছে প্রধান বিষয়। এহেন পরিস্থিতি কি সরকারের প্রতি নাগরিকদের বিরূপ করে তুলছে না?আমি এবং আমরা যারা জনপ্রতিনিধি বা নেতা মনে করি নিজেদেরকে আমরাইবা এই জনপদের মানুষের কষ্ট লাঘবে কতটুকু দায়িত্ব পালন করছি?সহজ সরল এই মানুষগুলোর আস্থা ও বিশ্বাসের প্রতিদানে আমরা ‘ক ফোটা চোখের জল’ বিসর্জন দিয়েছি?কখনো কখনো মনে হয় আমরা সবাই বাংলা সিনেমার অভিনেতার ভূমিকায় অভিনয় করছি।আত্মসমালোচনা ও আত্ম-জিজ্ঞাসার দর্পনে আত্মশুদ্ধির মাহেন্দ্রক্ষণ উপলব্ধি করতে গেলে তা এখনই।একটা জিনিস সবাইকে বুঝতে হবে যে সমষ্টিগত সমস্যা সম্মিলিত ভাবেই মোকাবেলা করতে হবে।আসুন সম্মিলিত ভাবে উখিয়ার মাটি ও মানুষের জন্য আমরা একতাবদ্ধ হই।বিদ্যুৎ বিভাগকে বাধ্য করি,আল্টিমেটাম দিই যাতে নিয়মিত বিদ্যুৎ প্রবাহ সচল থাকে।নচেৎ উখিয়া আর একটি “কানসাট ” হবে।প্রশাসনের একজন হলেও পল্লী বিদ্যুৎ ও প্রশাসনকে বলছি ব্যক্তিগত ভাবে ‘বাঁশি হাতে নিয়েছি সুর এখনও তুলিনি’।ক্ষমতার পেছনে নয়,মানুষের ভালবাসার পেছনে দৌড়াই,আসুন সবাই,আর যদি না আসেন তাহলে নিজেকে ধরে নিতে হবে যে “যদি তোর ডাক শুনে কেউ না আসে,তবে একলা চলরে”।পল্লী বিদ্যুৎ,নিবেদন,” মানুষের চোখ ও মনের ভাষা বুঝবার চেষ্টা করূন”।মহান আল্লাহ পাকের দয়া ও রহমত কামনা করছি আমার প্রিয় উখিয়াবাসীর জন্য। আল্লাহ রাহমানুর রাহিম আপনাদের সহায় হোন।আআমিন।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...