প্রকাশিত: ২১/০৯/২০১৮ ৮:১২ এএম

বার্তা পরিবেশক :
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুক্তিযুদ্ধের কণ্যা প্রকৌশলী ইসমত আরা ইসমু কক্সবাজার আসন-২ (মহেশখালী-কুতুবদিয়া) থেকে নৌকার মাঝি হতে মনোনয়ন প্রত্যাশি। তিনি অত্র আসনে নারী নেত্রী হিসেবে ও একমাত্র নেতাকর্মীদের মাঝে দ¦ন্দ্ব ছাড়া ক্লিন পলিটিশিয়ান ইসমত আরা ইসমু জনপ্রিয়তার শীর্ষে বলে জনশ্রুতি আছে তার নির্বাচনী এলাকায়।
অপরদিকে প্রতিদ্বন্ধিতা করে জয়ী হয়ে আসতে সারাদেশে জনপ্রিয়, সৎ কর্মী বান্ধব, জনবান্ধব, পরিচ্ছন্ন, ত্যাগি ও ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে আ’লীগ প্রধান শেখ হাসিনা। এর অংশ হিসেবে কক্সবাজার আসন-২ (মহেশখালী-কুতুবদিয়া) থেকে ইসমত আরা ইসমুর নাম উঠে আসতে পারে বলে কানাঘুষা চলছে দলীয় নেতাকর্মীদের মাঝে। ইতিমধ্যে কেন্দ্রে থেকে তাকে প্রার্থী করতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সব ঠিক টাক থাকলে মনোনয়ন প্রত্যাশি ৫ জনের মাঝে চরম দ্বন্ধ থাকায় চমক দেখিয়ে কেন্দ্রীয় আ’লীগের মনোনয়ন বোর্ড মহিলা নেত্রী হিসেবে প্রকৌশলী ইসমত আরা ইসমুকে এ-আসন থেকে মনোনয়ন দিতে পারেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি কোমর বেঁধে আবার নির্বাচনী মাঠে আসছেন বলে তার ঘনিষ্টজনদের একাধিক সূত্র জানিয়েছে। নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ইসমত আরা ইসমু গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, তিনি নেতাকর্মীদের মাঝে দ্বন্দ্ববিহীন নেত্রী আর মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের লক্ষে তিনি নৌকার মনোনয়নের জন্য কেন্দ্রে লবিং চালাচ্ছেন। তিনি আরোও বলেন, তার লক্ষে মহেশখালী-কুতুবদিয়াকে ডিজিটাল দ্বীপ হিসেবে গড়ে তোলা। তিনি সকলের দোয়া চেয়েছেন।

পাঠকের মতামত