প্রকাশিত: ১৬/০২/২০২০ ১০:৪০ এএম , আপডেট: ১৬/০২/২০২০ ১০:৪৩ এএম

ইমরান আল মাহমুদ,উখিয়া::
এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালী সকাল ৮টার আগে ও ১০টার পরে এনজিওর গাড়ি চলাচলে সময় নির্ধারণ করে দিয়েছিলো উপজেলা প্রশাসন।কিন্তু নির্ধারণ করে দেওয়া সময় প্রথম পরীক্ষার দিন মেনে চললেও এর পরে প্রতিদিন নির্দেশ অমান্য করে অব্যাহত রয়েছে এনজিওর গাড়ি চলাচল।বিপুল সংখ্যক গাড়ি সৃষ্টি করছে তীব্র যানজট।যার ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে পরীক্ষার্থীদের।যার ফলে তীব্র যানজটে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করতে হয় পরীক্ষার্থীদের। ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছতে পারছেন না তারা।ফলে মানসিক হতাশা ব্যক্ত করছে পরীক্ষার্থীরা।প্রতিদিনের ন্যায় ১৬ই ফেব্রুয়ারি রবিবার উখিয়া উপজেলার চার ইউনিয়নের সংযোগস্থল কোটবাজার সরেজমিন দেখা যায়,নির্ধারণ করে দেওয়া সময়সূচী না মেনে অব্যাহত রয়েছে এনজিওর গাড়ি চলাচল।যার ফলে চার ইউনিয়ন থেকে আগত পরীক্ষার্থীরা তীব্র যানজটে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছে।যার ফলে উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকবৃন্দরা।উপজেলা প্রশাসনের নির্ধারণ করে দেওয়া সময়সূচী অমান্যকারী এনজিও সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

পাঠকের মতামত