প্রকাশিত: ২৮/০৫/২০২০ ২:০১ পিএম

নিউজিল্যান্ডে হাসপাতালে থাকা শেষ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার ফলে দুই মাসের মধ্যে এই প্রথম দেশটির কোনো হাসপাতালে একজনও করোনা রোগী নেই। বুধবার সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ।

বর্তমানে দেশটির কোনো হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত আর একজন রোগীও নেই । সবশেষ মিডলমোর হাসপাতাল থেকে একজন রোগী সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পর এই সংখ্যা এখন শূন্য।

তিনি বলেন, বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা ৮ তাদের কারো অবস্থা গুরুতর না হওয়ায় তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে টানা প্রায় দুই মাস দেশ লকডাউন থাকার পর গত ১৪ মে থেকে ধাপে ধাপে ব্যবসা কেন্দ্র ও জনসমাগমস্থল খুলে দিতে শুরু করেছে নিউজিল্যান্ড সরকার।

পাঠকের মতামত