প্রকাশিত: ০৯/০১/২০১৭ ৭:৪৪ এএম

দেশটির একটি টেলিভিশন শোয়ে গিয়ে তিনি বলেছিলেন, নারীরা হলো উত্তেজক। তাই ছোট স্কার্ট না পরাই ভাল। এর থেকে বোরখা পরা ভাল। এখানেই থেমে থাকেননি তিনি। ক্যামেরার সামনে ওমজি আরো বলেন, নারীরা ঢাকা পোশাক না পরলে, যৌন আক্রমণের শিকার হতে পারে। যে সময় পুরো ভারত নারীদের উপর হেনস্থার ঘটনা নিয়ে সোচ্চার। সে সময় স্বামী ওমের এই ধরনের মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মন্তব্যেকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই ধরনের মন্তব্য এই প্রথম নয়। বিগ বসের শোয়ে থাকাকালীনও নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন এই স্বঘোষিত ‘গডম্যান’ স্বামী ওম। বিগ বসের ঘর থেকে বিতাড়িত হয়েই সোজা শো’র সঞ্চালক সালমান খানের বিরুদ্ধেও বিতর্কিত মন্তব্য ছুড়ে দিয়েছিলেন তিনি। সালমানকে ‘আইএসআই এজেন্ট’ এবং আন্ডার ওয়ার্ল্ড ডনেদের বন্ধু বলে আক্রমণ করেছিলেন তিনি। আসলে এই শো’র প্রথম দিন থেকেই নারীদের সম্পর্কে নানা আপত্তিকর, অপমানজনক মন্তব্য করেছেন স্বামী ওম। এই শো’র আর এক প্রতিযোগী বাণীর সঙ্গে তার ঝামেলা প্রায় লেগেই থাকত। কিন্তু সম্প্রতি স্বামী ওমজি যা করেছেন তাতে বাক্‌রুদ্ধ হয়ে গেছেন বিগ বস’র সকল প্রতিযোগী, সঞ্চালক এবং এর অসংখ্য দর্শক। এবার নারীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসলেন স্বঘোষিত এই ‘গডম্যান’।

 

পাঠকের মতামত