প্রকাশিত: ২০/০৬/২০১৮ ৬:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪২ এএম

হুমায়ুুন রশিদ,টেকনাফ::
টেকনাফে নাফনদীতে বাংলাদেশ বর্ডার গার্ড ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের যৌথ টহলদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। জানা যায়, ২০ জুন সকাল পৌনে ১০টা হতে সোয়া ১১টায় পর্যন্ত টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল এবং মিয়ানমার ২ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধীনস্থ পিয়ংপু ক্যাম্পের পুলিশ মেজর ছঁ-অ মুইয়ের নেতৃত্বে ১০ সদস্যের টহলদল ২টি করে মোট ৪টি স্পীডবোট যোগে বিআরএম-৫ হতে বিআরএম-৮ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করেন। উভয় পক্ষের কমান্ডার ও টহল সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করেন। উল্লেখ্য যে, গত ৫, ১৪, ২০ এবং ২৭ মার্চ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি, টেকনাফ বিওপি, দমদমিয়া বিওপি এবং হৃীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপি এর সাথে ৪ টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...