প্রকাশিত: ০২/১২/২০১৬ ৭:২৯ পিএম
dav
dav
dav

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::
নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে মিছিল সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। শুক্রবার সকাল ১০টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাই স্কুল মাঠে মিছিল পরবর্তী এ সমাবেশ অনুষ্টিত হয়। সোনাইছড়ি ইউনিয়ন জনসংহতি সমিতির সভাপতি থোয়াংক্যচিং মার্মার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনসংহতি সমিতি  (জেএসএস) এর সভাপতি মংমং মার্মা।

সমাবেশে বক্তারা বলেন- দীর্ঘ সময় পার হয়ে গেলেও সামাজিকভাবে চুক্তি বিরোধী কর্মসূচীতে সক্রিয় রয়েছে সরকার। চুক্তি বাস্তবায়নের নামে সরকার নানা ধরণের তালবাহানা করছে। যার কারণে চুক্তির মৌলিক দিকগুলো এখনো বাস্তবায়ন করেনি। এদিকে গত ২৪ নভেম্বর দোছড়ি থেকে নিখোজ মংহ্লা চিং মার্মা (৪৫) থুইহ্লা মং মার্মা (৩২) ও ক্যাচিং থোয়াই মার্মা (২২) এর সন্ধান দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানিয়ে বক্তারা অনতিবিলম্বে ওই তিন উপজাতীয় বাসিন্দাকে উদ্ধারের আলল্টিমেটাম দেন। অন্যথায় কর্মসূচী দেওয়ার ঘোষনাও দেন জেএসএস নেতারা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা শাখার সভাপতি থোয়াইঅং রাখাইন, সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইন, সাংগঠনিক সম্পাদক ক্যজঅং রাখাইন, জনসংহতি সমিতির উপজেলা যুগ্ম সম্পাদক সুমেন তংচঙ্গ্যা, উপজেলা সাংগঠনিক সম্পাদক কিরণ তংচ্যঙ্গ্যা, বাইশারী সভাপতি নিউহ্লা মং মার্মা, জনসংহতি সমিতির দোছড়ি ইউনিয়ন সভাপতি ক্যাহ্লা চিং চাক, নাইক্ষ্যংছড়ি পিসিপি সভাপতি দিপু মার্মা প্রমূখ।

পাঠকের মতামত

উখিয়ার থাইংখালীর আলাউদ্দিন ও ছাত্তার সিন্ডিকেটের মাটিভর্তি ডাম্পার জব্দ

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গৌজঘোনা এলাকায় রাতের আঁধারে পাহাড় সাবাড় করছে মো. আলাউদ্দিন ও ...