প্রকাশিত: ০৩/১১/২০১৬ ৮:৫৫ পিএম
নিজস্ব প্রতিবেদক ::
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক পোস্ট না দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ সদর দফতর  থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি একটি স্বার্থন্বেষী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক ও ব্যাঙ্গাত্মক আপত্তিকর ছবি এবং মন্তব্য পোস্ট করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে।
তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরণের কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ সকলকে অনুরোধ জানাচ্ছে।
কোনও ব্যক্তি যদি ধর্মীয় উস্কানিমূলক ও ব্যাঙ্গাত্মক ছবি এবং মন্তব্য পোস্ট করে তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয় বিজ্ঞপ্তিতে।
একই সঙ্গে কোনও ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত