প্রকাশিত: ১২/১১/২০১৮ ৯:৩৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
আগামী ১৫ নভেম্বর থেকে প্রতিদিন ১৫০ জন করে রোহিঙ্গা ফিরিয়ে নেয়ার কথা জানিয়েছে বার্মা। এর মাধ্যমে ধাপে ধাপে প্রথম দফার ২ হাজার ২শ’ ৫১ জনকে রাখাইনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে নাইপিদো।

রোববার (১১ নভেম্বর) ইয়াঙ্গুনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বার্মার সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মিন্ট। তিনি দাবি করেন, যথাসময়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত নাইপিদো। তবে তা সীমান্তে যাচাই-বাছাই সাপেক্ষে হতে হবে। বাংলাদেশের ক্যাম্প থেকে প্রতিদিন ১৫০ জন করে রোহিঙ্গা ফিরিয়ে নেয়া হবে। রোহিঙ্গাদের মধ্যে কোনো অপরাধী পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনারও ঘোষণা দেন তিনি। অক্টোবরের শেষে বার্মার পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে মধ্য নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে নতুন করে একমত হয় দুই দেশ। এরই ধারাবাহিকতায় কয়েকটি ধাপে ৮ হাজারের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে চেয়েছে নাইপিদো।

পাঠকের মতামত