প্রকাশিত: ০৮/১১/২০১৯ ৪:১৭ পিএম

প্রিয় উখিয়াবাসী..
স্থানীয় জনসাধারণ ও রোহিঙ্গা ক্যাম্পের মাঝে দেশি/বিদেশি এনজিও /জাতিসংঘের সহযোগি সংস্থা কতৃক বিভিন্ন ধরনের ত্রান/সহায়তা প্রদান করা হয়।এসব ত্রান জেলা ত্রান নিয়ন্ত্রণ কেন্দ্র/জেলা প্রশাসন হতে অনুমতি নিয়ে উপজেলা প্রশাসনের অনুমতি ও নির্দেশনায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।এসব সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
যদি কোন এনজিও/ব্যক্তি ত্রান প্রদানের ব্যাপারে সরাসরি যোগাযোগ করে/অর্থ চায় তা সরকারি বিধিমোতাবেক আইনানুগ নয়।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে সকল সম্মানিত জনপ্রতিনিধি/ জনসাধারণকে এধরনের প্রতারনা হতে সাবধান থাকার জন্য অনুরোধ করছি এবং এধরনের কোন সংবাদ পেলে তা উপজেলা প্রশাসন ও উখিয়া থানাকে অবিহিত করার অনুরোধ জানাচ্ছি।

মো নিকারুজ্জামান
উপজেলা নির্বাহী অফিসার
উখিয়া,কক্সবাজার
০১৭৩৩৩৭৩২০৫

পাঠকের মতামত