প্রকাশিত: ১৫/১১/২০১৮ ৯:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে কক্সবাজারের মহেশখালীর চার বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, বুধবার পুলিশের গাড়ি পুড়িয়ে নাশকতার ঘটনায় রাত ১০ টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর, মহেশখালী উপজেলা বিএনপির আহ্বানে কমিটির সদস্যকে শফিউল্লাহ শফি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ছাত্রদল নেতা রিফাত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক কক্সবাজার-২(মহেশখালী- কুতুবদিয়া) আসনে বিএনপির মনোনয়ন পত্র কিনেছেন। পরে বুধবার রাত ১০ টার দিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় তাদেরকে আটক করা হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...