প্রকাশিত: ২৮/০২/২০২০ ৮:৪৫ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমদের উপর সহিংসতার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করেছে ইসলাম-ভিত্তিক কিছু দল ও সংগঠন।

জুমার নামাজের পরে অনুষ্ঠিত এ বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছে।

বায়তুল মোকাররম মসজিদের সামনে একটি সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল বের করা হয়।

বিক্ষোভকারীরা দাবি তুলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে ঢাকায় আসতে না পারেন।

এই সমাবেশে নরেন্দ্র মোদী-বিরোধী নানা প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে সংখ্যালঘু মুসলিমরা নরেন্দ্র মোদী সরকারের নির্দেশ নির্যাতনের শিকার হচ্ছে।
বিক্ষোভে অংশ নেয়া সানোয়ার হোসেন বিবিসি বাংলাকে বলেন, “আমরা চাই ভারতের মুসলমানরা যাতে সমভাবে বসবাস করে। তারা যাতে নির্যাতনের শিকার না হয়। সেজন্যই আমরা এ বিক্ষোভ করছি।”

বাংলাদেশ সরকার এরই মধ্যে জানিয়েছে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি আসতে সম্মত হয়েছেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকেই বলেছেন, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা ছাড়া ভারত অন্য কেউ আসলে তাদের আপত্তি নেই।

সমাবেশে অংশ নেয়া মো: মঈন রহমান বিবিসি বাংলাকে বলেন, “বাংলাদেশের ১৯৭১ সালের যুদ্ধে কংগ্রেসের সহায়তা ছিল। বিজেপি তো উগ্র। নরেন্দ্র মোদীকে কোন যুক্তিতে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হয়? কংগ্রেস দলের প্রতিনিধিরা আসুক, আমরা তাদের সমর্থন জানাবো।”

ইসলামপন্থী দলগুলোর নেতারা সমাবেশে বলেন, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলে প্রয়োজনে তারা আবারো রাস্তায় নেমে বিক্ষোভ করবেন।

এ সমাবেশকে কেন্দ্র বায়তুল মোকাররম এবং তার আশপাশের এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি ছিল।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...