প্রকাশিত: ১০/০৭/২০২০ ১১:০২ এএম

ইমাম খাইর, কক্সবাজার:
রামু উপজেলার গর্জনিয়ার বিশিষ্ট দানবীর মোফাস্সেল আহমেদ সিকদার (বি.কম) ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৬টার দিকে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জনক। তার করোনা নেগেটিভ।

মোফাস্সেল আহমেদ সিকদার গর্জনীয়া সিকদার পাড়া বাসিন্দা মরহুম আলহাজ্ব আলী মদন সিকদারে ৪র্থ সন্তান।

স্বপরিবারে চট্টগ্রাম দামপাড়া ব্যাটারী গল্লীতে তিনি স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।

তিনি কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ মুহাম্মদ শাহ আলম ও সৌদি প্রবাসী এম এ মান্নানের চাচা।

মোফাস্সেল আহমেদ সিকদার চট্টগ্রাম দামপাড়া সাবেক কমিশনার মরহুম নুরুল হক কমিশনারের জামাতা। সাবেক মন্ত্রী মরহুম এম এ মান্নান তার চাচা শাশুর।

পরিবারের বরাত দিয়ে এম এ মান্নান জানান, মোফাস্সেল আহমেদ সিকদার সাত দিন মতো পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থতার পর ব্যাটারী গল্লী নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ফজরের হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হলে আবারো হাসপাতালে নেয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই মারা যান। ডাঃ শাহ আলম সবকিছু দেখাশোনা করছিলেন।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...