প্রকাশিত: ২৪/০৪/২০১৭ ৬:১১ পিএম

জসিম উদ্দিন টিপু :
টেকনাফে ৮টি সরকারী ও ১৪টি জাতীয়করণকৃতসহ মোট ২২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্তদের দিয়ে স্কুল পরিচালিত হওয়ায় নানাভাবে কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানাযায়,উপজেলার হোয়াইক্যংয়ের কেরুনতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়,ডেইগ্যাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়,হোয়াইক্যং সরকারী প্রাথমিক বিদ্যালয়,রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাহারছড়ার দক্ষিণ শীলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়,টেকনাফ সদরের পল্লানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,সেন্টমার্টিনের জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়,টেকনাফ বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।
এছাড়া হোয়াইক্যংয়ের হরিখোলা শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়,হাজী মুহাম্মদ হোছন সরকারী প্রাথমিক বিদ্যালয়,উনছিপ্রাং সরকারী প্রাথমিক বিদ্যালয়,নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহেশখালীয়াপাড়া সরকারী বিদ্যালয়, রোজারঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হ্নীলার আলী আকবরপাড়া সরকরী প্রাথমিক,দরগা সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,জাদীমুরা এম.আর.সরকারী প্রাথমিক বিদ্যালয়,টেকনাফ সদরে বড় হাবিবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,সাবরাং চান্ডলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাহারছড়া নোয়াখালীয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্থানের ১৪টি জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম পরিচালিত হওয়ায় স্কুলের শৃংখলা রক্ষা,পরিচালনা কমিটি গঠনসহ আভ্যন্তরীণ কর্মকান্ড পরিচালনায় শিক্ষকদের মধ্যে অঘোষিত কোন্দল,দলাদলি থাকায় এসব স্কুলের পড়ালেখায় মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রধান শিক্ষক না থাকা স্কুল সমূহে লেখাপড়ার মান দিন দিন বিঘœ হচ্ছে স্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার এরশাদুর রহমান দ্রুত সময়ে প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষকদের পদোন্নতির দাবী জানান।
টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোহাম্মদ আলম বাহাদুর জানান,সরকারীভাবে নিয়োগকৃত প্রধান শিক্ষক নিয়ে স্কুলের যাবতীয় কার্যক্রম সম্পাদন সহজতর হয়। শিক্ষার মান বজায় রাখতে অবিলম্বে এসব স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের দাবী জানান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ বোস জানান,প্রধান শিক্ষক নিয়োগ ও সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ থাকায় এই সংকট বিরাজমান রয়েছে। তবে শিক্ষার স্বার্থে সংকট মোকাবেলায় আপাতত সহকারী শিক্ষকদের দিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...