প্রকাশিত: ০৯/১০/২০১৮ ৬:১০ পিএম , আপডেট: ০৯/১০/২০১৮ ৬:১২ পিএম

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ::
টেকনাফ উপজেলায় এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিকেল ৩ টার দিকে ২ নম্বর ওয়ার্ডের অসহায় দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে চাউলের কার্ড বিতরন করলেন উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি সিআইপি। এ সময় উপজেলা আওয়ামীলিগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং কাউন্সিলর মো: আবু হারেছ ও সমাজসেবক হাফেজ এনামুল হাসান, কমিশনারের পরিচালক শামসুল আলম, সাংসদের সহকারী রবি বড়–য়া, শ্রমিকলীগ নেতা আমির হোসন উপস্থিত ছিলেন। চাউলের কার্ড বিতরনকালে সাংসদ বদি বলেন, গরীব মানুষের ভাগ্য পরিবর্তনের সরকার হল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার। জননেত্রী শেখ হাসিনা প্রমান করেছেন নৌকায় ভোট দিলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। গত ১০ বছরে উখিয়া-টেকনাফে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যা উখিয়া-টেকনাফের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি আরো বলেন, রোহিঙ্গা আসার পর থেকে উখিয়া-টেকনাফের ২০ হাজার মানুষকে নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। এমপি বদি আরও বলেন, আগামীতে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাহলে উন্নয়নের ধারা শতভাগ অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

কক্সবাজারে বাথরুমে ফেলে যাওয়া সেই নবজাতকের ঠাঁই হল নার্স মিনারার কোলে

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে উদ্ধার হওয়া ২ দিনের ফুটফুটে নবজাতককে দত্তক নিলেন ...

ঈদগাঁওতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইউপি নির্বাচনে কারসাজি ও দুর্বৃত্তায়ন সহ্য করা হবেনা

আতিকুর রহমান মানিক, কক্সবাজার কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, দীর্ঘ আট বছর পর ...