প্রকাশিত: ০৫/০৯/২০১৮ ১২:৪৩ পিএম

টেকনাফ প্রতিনিধি  – কক্সবাজারের টেকনাফ পৌরসভায় অভিযান চালিয়ে একলাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় মোহাম্মদ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টম্বর) রাত পৌনে ৯টার দিকে পৌরসভার মধ্যম জালিয়া পাড়ার একটি বাড়ি থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। টেকনাফ র‌্যাব-৭ ক্যাম্পের কর্মকর্তা লে. মির্জা শাহেদ মাহতাব এ খবর নিশ্চিত করেন।

আটককৃত মোহাম্মদ হোসেন টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়ার মৃত আবু বক্করের ছেলে।

র‌্যাব-৭ সূত্র জানায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে টেকনাফ পৌরসভার একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে –এমন সংবাদ গোপনে পেয়ে মঙ্গলবার রাতে র‌্যাবের একটি দল মধ্যম জালিয়া পাড়ার এক বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ইয়াবার বস্তা পাওয়া যায়, যাতে একলাখ পিস ইয়াবা ছিল।

অভিযান পরিচালনাকারী র‌্যাব-৭ ক্যাম্পের কর্মকর্তা লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘উদ্ধার হওয়া ইয়াবার দাম পাঁচ কেটি টাকা। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ঠেকাতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে, কোনও মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।’

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...