প্রকাশিত: ১৪/০৬/২০১৮ ৯:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৪ এএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া::

বৃষ্টি শুরু হতে না হতেই কক্সবাজারের অভ্যন্তরীণ সড়কগুলো আগেই ক্ষতিগ্রস্থ হয়েছিল। কয়েক দিনের ভারি বৃষ্টিতে কক্সবাজার-টেকনাফ শহিদ এ টি এম জাফর আলম সড়কের পানের ছড়া এলাকায় পানি ওঠায় গত বুধবার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। কক্সবাজারের উপকূলীয় এলাকাসহ মহাসড়ক আংশিক তলিয়ে গেছে। এ সড়ক দিয়ে বতমানে ঝুঁকি নিয়ে যানচলাচল অব্যাহত থাকলেও পানি আরও বাড়লে তা বন্ধ হয়ে যেতে পারে। এমন হলে কক্সবাজার-চট্রগ্রাম ও ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ মারাত্নকভাবে ব্যাহত হবে। এদিকে বৃষ্টিপাতের কিছুটা উন্নতি না হলে কক্সবাজারের পরিস্থিতি আরও অবনতি হতো।প্রবল বৃষ্টিতে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে মানুষ ছুটে গিয়েছিল। এখন আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে। রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ গুলোতে পানি প্রবেশ করায় পানি ফুটিয়ে পান করার পরামশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃষ্টি ও পাহাড় ধ্বসের ঘটনায় রোহিঙ্গাদের আহত ও নিহতের ঘটনা অব্যাহত রয়েছে। ক্যাম্পের অভ্যন্তরে পাহাড় কেটে যে সড়ক নিমাণ করা হয়েছিল তা ভেস্তে যেতে বসেছে। ক্যাম্পের অনেক ঘর-বাড়ি রাস্তাঘাট একেবারে বিধ্বস্ত। ক্যাম্পে পানি কমলেও দুভোগ কমছে না। এ ছাড়া ফলিয়া পাড়া এলাকায় রাস্তা ভেঙ্গে যাওয়ায় মানুষের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। ঠিকাদার কাজ না করে পালিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। গত কয়েক দিনে ভারি বৃষ্টিপাতে উখিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে পানি বেড়ে যাওয়ায় এবার ঈদ বাজার করতে আসা মানুষগুলোর আনন্দ যেন নিরানন্দে পরিণত হয়েছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...