প্রকাশিত: ২৫/০৩/২০১৯ ৭:৪৫ এএম

এম. বেদারুল আলম :
প্রাথমিক ও এবতেদায়ি সমাপনি বৃত্তির ফল প্রকাশিত হয়েছে। গতকাল দুপুরে এ ফল প্রকাশ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসসূত্রে জানাযায়, প্রকাশিত ফলাফলে জেলায় ১২০৮ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে টেলেন্টপুলে ৫২৪ জন, সাধারণ গ্রেডে ৬৪৮ এবং সম্পূরক বৃত্তি পেয়েছে ৩৬ জন। এরমধ্যে সব চেয়ে বেশি বৃত্তি পেয়েছে চকরিয়া উপজেলায় ২৭৫ জন। চকরিয়ায় টেলেন্টপুলে ১১০ জন, সাধারণ গ্রেডে ১৬৫ জন বৃত্তি পেয়েছে। উপজেলা বৃত্তির পরিসংখ্যান হল টেলেন্টপুলে ৫৪ জন, সাধারণ গ্রেডে ৩৩ জন। মহেশখালীতে টেলেন্টপুলে ৭২ জন, সাধারণ গ্রেডে ৮৭ জন এবং সম্পূরক বৃত্তি পেয়েছে ১৮ জন। কুতুবদিয়ায় টেলেন্টপুলে ৩৫ জন, সাধারণ গ্রেডে ৩৯ জন। রামুতে টেলেন্টপুলে ৬৪ জন, সাধারণ গ্রেডে ৬৯ জন। টেকনাফে টেলেন্টপুলে ৪৯ জন, সাধারণ গ্রেডে ৭৫ জন এবং সম্পুরক বৃত্তি পেয়েছে ১৮ জন। কক্সবাজার সদরে টেলেন্টপুলে ৮৫ জন, সাধারণ গ্রেডে ১৩৩ জন। পেকুয়ায় টেলেন্টপুলে ৫৫ জন, সাধারণ গ্রেডে ৪৫ জন। এবারের প্রাথমিক সমাপনি পরীক্ষায় গত নভেম্বরে কক্সবাজার থেকে ৪২ হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে। উর্ত্তীণ হয় ৪১ হাজার ২৭৮ জন। পাশের হার ৯৮.১২ শতাংশ ছিল।
জানাযায়, সারা দেশে সাড়ে ৮২ হাজার বৃত্তির মধ্যে ৪৯ হাজার ৫শ’ সাধারণ গ্রেডের বৃত্তি। বাকি ৩৩ হাজার ট্যালেন্টপুল। ট্যালেন্টপুল বৃত্তির সংখ্যাকে উপজেলার ছাত্রছাত্রী দিয়ে ভাগ করা হয়। যেই উপজেলায় ছাত্রছাত্রী বেশি, সেই উপজেলায় বেশি বৃত্তি বরাদ্দ করা হয়। এরপর উপজেলার শীর্ষ মেধাবীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী বৃত্তি বণ্টন করা হয়। আর সাধারণ গ্রেডের বৃত্তি দেয়া হয় ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক। প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভা বা ওয়ার্ডে ৬টি করে বৃত্তি বরাদ্দ দেওয়া হয়। ৬টির মধ্যে ৩টি পায় ছাত্রীরা।
ট্যালেন্টপুলের ছাত্রছাত্রীরা মাসে ৩০০ টাকা ও সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা মাসিক ২২৫ টাকা হারে বৃত্তি পায়। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের এককালীন ২২৫ টাকা করে পেয়ে থাকে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা করে দেওয়া হয়।

পাঠকের মতামত

উখিয়ার থাইংখালীর আলাউদ্দিন ও ছাত্তার সিন্ডিকেটের মাটিভর্তি ডাম্পার জব্দ

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গৌজঘোনা এলাকায় রাতের আঁধারে পাহাড় সাবাড় করছে মো. আলাউদ্দিন ও ...