প্রকাশিত: ১২/১০/২০১৮ ১১:৫২ এএম
বাংলাদেশ দল। ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক, উখিয়া নিউজ :

বাংলাদেশ দল। ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। যা শুধুমাত্র একদিনের সিরিজের জন্য। মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে নতুন মুখ একজন-ফজলে রাব্বি মাহমুদ।

সর্বশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মুমিনুল হক। এছাড়া ইনজুরির কারণে আগেই ছিঁটকে গিয়েছিলেন বাংলাদেশের অন্যতম দুই সেরা খেলোয়াড়-সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এদিকে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইউদ্দিন।

একনজরে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের সূচি-
১৬ অক্টোবর – বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে দল
১৯ অক্টোবর – সাভারের বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচ, বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়
২১ অক্টোবর – দিবারাত্রির প্রথম ওয়ানডে, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
২২ অক্টোবর – স্বাগতিক ও সফরকারী দলের চট্টগ্রামের উদ্দেশে যাত্রা
২৪ অক্টোবর – দিবারাত্রির দ্বিতীয় ওয়ানডে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
২৬ অক্টোবর – দিবারাত্রির তৃতীয় ওয়ানডে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
২৯-৩১ অক্টোবর – তিনদিনের প্রস্তুতি ম্যাচ, চট্টগ্রামে
১ নভেম্বর – স্বাগতিক ও সফরকারী দলের সিলেটের উদ্দেশে যাত্রা
০৩-০৭ নভেম্বর – প্রথম টেস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
০৮ নভেম্বর – স্বাগতিক ও সফরকারী দলের ঢাকার উদ্দেশে যাত্রা
১১-১৫ নভেম্বর – দ্বিতীয় টেস্ট, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
১৬ নভেম্বর – বাংলাদেশ ত্যাগ করবে জিম্বাবুয়ে দল।

জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাঈফউদ্দিন ও ফজলে রাব্বি মাহমুদ।

পাঠকের মতামত