প্রকাশিত: ২৮/০৭/২০১৮ ১০:০৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১০ এএম

লাইফস্টাইল ডেস্ক::

সকালে ঘুম থেকে উঠে চায়ে চুমুক না দিলে হয় না। ঘনঘন চায়ের অভ্যাস না থাকলেও দিনে আরও কয়েকবার চায়ে চুমুক দিতে হয়।

আর এই চায়ের ব্যাপারে যদি একটু নাক উঁচু হন তাহলে আপনার জন্য বাজারে এল ‘গোল্ডেন ভ্যারাইটি টি’ ৷
এই বিশেষ চায়ের দাম কেজি প্রতি ৩৯ হাজার টাকা। শুনে অবাক লাগলেও এমনই দাম স্থির হয়েছে নিলামে। এই বিশেষ চা পাওয়া যায় ভারতের ডিব্রুগরের মনোহরি টি এস্টেটে ৷ গুয়াহাটি টি অক্শন সেন্টারে সূত্রে জানা গেছে যে, এই চায়ের দাম সব থেকে বেশি ৷

দার্জিলিং’র মকাইবাড়ি চা দামি হলেও, তার দাম কেজি প্রতি প্রায় ১৯ হাজার টাকা ৷ তবে এই ধরণের চা পাতা তৈরি প্রক্রিয়া বেশ কষ্টসাধ্য, জানিয়েছেন মনোহরি চা বাগানের মালিক রঞ্জন লোহিয়া ৷ তার তত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন সি কে পরাসর ৷

তিনি জানিয়েছেন যে, দিনে মাত্র ৫০ গ্রাম চা পাতাই তৈরি করা সম্ভব ৷ ৩৯ হাজার দর হাঁকিয়ে নিলামে গোল্ডেন ভ্যারাইটি চা কিনেছেন যে ব্যবসায়ী, তিনি বলছেন এই চা যেন অমৃতের সমান। আপাতত তিনি বাক্সবন্দি করেছেন ২কেজি গোল্ডেন ভ্যারাইটি ৷ তবে এত দামের চা বাজারে কবে থেকে চালু হবে বা হলেও কতটা নাগাল পাওয়া যাবে, সেটাই লাখ টাকার প্রশ্ন।

পাঠকের মতামত

একটি পেঁয়াজের ওজন ৯ কেজি

বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ ফলাতে সক্ষম হয়েছেন ব্রিটিশ এক কৃষক। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ...

বাতিঘরের দ্বীপ কুতুবদিয়া

চিকচিক বালি নীল জলরাশি ঢেউয়ের গর্জনের সমুদ্দুর পাখির ডাকে সকালের রোদ্দুর আকাশের বিশালতা গায়ে চাদর ...