প্রকাশিত: ০৬/০৭/২০২০ ১:১৮ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারস্থ ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)জোন অধীনের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।৬ জুলাই সকাল ১১ টায় ঘুমধুম বিওপিস্থ বেতবনিয়া বাজারে প্রতি মাথা পিছু ১০ কেজি করে চাল তুলে দেন ৩৪ ভিজিবি’র কক্সবাজারস্থ সহকারী পরিচালক মোঃইয়ার হোসেন।এসময় ঘুমধুম বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার মুজিবুর রহমান,ইমাম প্রতিনিধি মাওলানা নুরুল আমিন,স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম সিকদার,সাংবাদিক শ.ম.গফুর,নুর মোহাম্মদ সিকদার,দিল মোহাম্মদ মেম্বার,বদিউল আলম মেম্বার,বাবুল কান্তি মেম্বার, মোহাম্মদ আলম মেম্বার সহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও তুমব্রু বিওপির ক্যাম্প কমান্ডার আকতার আহমদ প্রমুখ সাথে ছিলেন। পর্যায়ক্রমে তুমব্রু বিওপি,বাইশ ফাঁড়ী বিওপি,তোয়াইংগ্যাঝিরী বিওপি,রেজু আমতলী বিওপি,গর্জনবুনিয়া বিওপি,রেজুপাড়া এবং মনজয় পাড়া বিওপির (৮বিওপির, প্রতি বিওপির আশপাশের ২০ পরিবার করে) মোট ১৬০ পরিবারে চাল বিতরণ করা হয়।
এসময় স্ব-স্ব বিওপির ক্যাম্প কমান্ডার গণ ছাড়াও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

পাঠকের মতামত

চকরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুই পক্ষের হট্টগোল

কক্সবাজারের পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। পরিস্থিতি সামাল ...