প্রকাশিত: ১৮/০৮/২০১৮ ১০:৪৪ এএম

খাগড়াছড়ি প্রতিনিধি- খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা সবাই ইউপিডিএফ-এর প্রসিত বিকাশ গ্রুপের সদস্য বলে জানা গেছে। এখনও পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই আদিবাসী বলে ধরণা করা হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

“ঘটনাস্থলে পুলিশের অভিযান চলছে। ইউপিডিএফ এবং ইউপিডিএফ (সংস্কার)- এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।”

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...