প্রকাশিত: ০৫/০৮/২০১৮ ৬:৪৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৫ পিএম

ডেস্ক রিপোর্ট ::

নিরাপদ সড়ক দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়ে। তার সঙ্গে মুঠোফোনে কথোপকথনকারী মিলহানুর রহমান নওমিকে আটকের অভিযোগ করেছে তার পরিবার।

নওমির বাবা কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিল সিদ্দিকুর রহমান সুরুজ এ অভিযোগ করেন।

তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘রোববার সকালে ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তাদের কুমিল্লাস্থ গ্রামের বাড়ি উনাইসারে যায়। সেখানে নওমিকে না পেয়ে বরুড়ার দেওগ্রামে তার ফুফুর বাড়িতে যান। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায়।’

সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘নওমি লন্ডন থেকে বার এট ল’ ডিগ্রি নিয়ে এসে বর্তমানে জুনিয়র আইনজীবী হিসেবে ঢাকায় কাজ করছেন।’

প্রায় ৬ মাস আগে নওমি লন্ডন থেকে দেশে ফিরেছেন। এক সপ্তাহ আগে পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানের কাজে ঢাকা থেকে বাড়িতে এসে তিনি অবস্থান করছিলেন।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ বলেন, ‘ঢাকা থেকে ডিবির একটি টিম এসে নওমিকে আটক করে নিয়ে গেছে।’

তবে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মু শাহ আবিদ হোসেন পরিবর্তন ডটকমকে তিনি বলেন, ‘আমরাও এমন একটি বিষয় শুনেছি, খোঁজ নিয়ে দেখছি। যেহেতু আলোচিত ঘটনা, আটক করা হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

পাঠকের মতামত