প্রকাশিত: ০২/০৩/২০১৮ ৪:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
উখিয়ার কুতুপালংয়ে অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আবু তাহের (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুতুপালং ক্যাম্পের ই-ব্লক-৩ এর বাসিন্দা আবু হাশেমের পুত্র। শুক্রবার ভোরে স্থানীয়রা ওই ব্লকের অদূরে লাশ দেখতে পান। পরে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেন।

স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, ডাকাতের প্রহারে রোহিঙ্গা যুবক আবু তাহের মারা গেছেন। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে বলে তারা জানিয়েছেন। তবে পুলিশ বলছে, দু’পক্ষের মধ্যে মারামারিতে ওই যুবক মারা গেছে।

সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি (তদন্ত) মাকছুদুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, রোহিঙ্গাদের দু’পক্ষের মধ্যে মারামারিতে ওই যুবক মারা গেছে। এই ঘটনায় নয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...