প্রকাশিত: ১০/১০/২০১৮ ২:৪০ পিএম

 

উখিয়া নিউজ ডটকম – সাতক্ষীরা সীমান্ত দি‌য়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে আসা সাত রোহিঙ্গা নারী ও শিশুকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ অক্টোবর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মিয়ানমারের কুতুপপালং এলাকার মো. সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫), তার মেয়ে রশিদা বেগম (৫), জান্নাত আরা বেগম (৩) ও ছেলে মো. সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২) ও তার মেয়ে রোজিনা বেগম (৪) এবং বৃদ্ধা উসুন জামানকে (৭৫) ভারতে পাচারের উদ্দেশে সাতক্ষীরার আবাদেরহাট এলাকায় নিয়ে আসে একটি চক্র। এসময় সন্দেহ হলে স্থানীয় জনগণ তা‌দের আটক করে পুলিশে দেয়। আটক নুর বেগম জানান, দুই দালালের মাধ্যামে তারা ভার‌তে যাওয়ার জন্য সাতক্ষীরা সীমান্তে এসেছিলেন। তাদের কলকাতায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। তারা আবাদেরহাট এলাকায় পৌঁছুলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।

পাঠকের মতামত

লাইসেন্সের কোন কাজ নেই, টাকা দিলে লাইসেন্স লাগে না!- উখিয়ার ব্যবসায়ী সাদ্দাম

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কথিত লেভেল লাগিয়ে অবৈধভাবে ব্যাটারির পানি বিক্রি করেন উখিয়ার সাদ্দাম মটরসের স্বত্তাধিকারী ...