প্রকাশিত: ১১/০৮/২০১৯ ৮:০২ এএম

ভারতের তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর ৪৪তম জন্মদিন ছিল গতকাল শুক্রবার। দিনটি উপলক্ষে গতকাল প্রকাশ হয়েছে ‘সেরিলেরু নেকাভ্রারু’ ছবির টিজার। এতে ভারতের কাশ্মীরে সেনা কর্মকর্তা হিসেবে দেখা গেছে এই অভিনেতাকে। টিজার প্রকাশের পরপরই এটি বেশ সাড়া ফেলেছে। ইতিমধ্যে এটি দেখেছেন ৬০ লাখের বেশি দর্শক।

‘সেরিলেরু নেকাভ্রারু’ ছবিটি পরিচালনা করেছেন অনিল রাভিপুডু। এটি মুক্তি পাবে আগামী বছর। এতে আরও অভিনয় করেছেন রেশমিকা মান্দানা, প্রকাশ রাজসহ অনেকে। ‘মহর্ষি’ ছবির ব্যাপক সাফল্যের পর মহেশ বাবু তার নতুন ছবি নিয়েও বেশ আশাবাদী।

এদিকে, ‘প্রিন্স অব টলিউড’খ্যাত মহেশ বাবু ভারতের দক্ষিণের ছবির অন্যতম এক সুপারস্টার। তার পারিবারিক নাম মহেশ ঘাট্টামানেনি। ১৯৭৫ সালের ৯ আগস্ট তিনি জন্ম গ্রহণ করেন। বাবা কৃষ্ণ ঘাট্টামানেনি নামকরা অভিনেতা হওয়ার সুবাদে মাত্র চার বছর বয়সে ‘নিদা’ নামে ছবির মধ্য দিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর শিশুশিল্পী হিসেবে একে একে আরও ৯টি ছবিতে অভিনয় করেন এই অভিনেতা। তবে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক ১৯৯৯ সালে। প্রথম অভিনয় করেন রাঘাবেন্দ্র রাও পরিচালিত ‘রাজা কুমারুডু’ ছবিতে।

a

পাঠকের মতামত