প্রকাশিত: ০৩/০৭/২০১৬ ১০:২৯ এএম

133373_12শুক্রবার ছিল রমজানের শেষ জুমা বা আখেরি জুমা। ওই দিন রাতে মক্কার পবিত্র কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে নামাজ আদায় করেন প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলিম। এদের মধ্যে অনেক বিদেশিও ছিলেন, যাদের অধিকাংশই ওমরাহ পালনের জন্য সৌদি সফর করছেন। সুষ্ঠুভাবে দোয়া সম্পন্ন করার জন্য মসজিদে অতিরিক্ত নিরাপত্তা আরোপ করা হয়েছিল।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুক্রবার কাবা শরিফে এশা ও তারাবিহ আদায় করেন প্রায় ২০ লাখ মানুষ। মসজিদে নববীতে এশা ও তারাবিহ পড়েছেন আরো ১০ লাখ মানুষ। নামাজ শেষে মুসল্লিরা পরম করুণাময় আল্লাহর কাছে মুসলিম উম্মাহর জন্য মা ও অনুগ্রহ এবং শান্তি ও সুখ-সমৃদ্ধি কামনা করেন। এ উপলে মসজিদ দুটোতে নিরাপত্তা জোরদার করেছিল সৌদি কর্তৃপ। নিয়োগ করা হয়েছিল অতিরিক্ত জনবল। নামাজ আদায়ের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ছিল স্থানীয় প্রশাসন।
রমজানের শেষ ১০ দিন নাজাতের দিন হিসেবে পরিচিত।

পাঠকের মতামত