প্রকাশিত: ১০/১২/২০১৮ ২:৩৮ পিএম

নিউজ ডেস্ক::
কাতারের দোহায় অনুষ্ঠিত ২৫তম ‘শেখ জাসিম বিন মোহাম্মদ বিন থানি হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ বাংলাদেশের কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ প্রথম স্থান অধিকার করেছে।

কাতারের ধর্মমন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাতারের ধর্মমন্ত্রী ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজক ও অতিথিদের সঙ্গে বাংলাদেশি কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ।

পূর্ণ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে (সাধারণ) প্রথম স্থান অধিকারী বাংলাদেশি কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ ১ লাখ রিয়ালের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকা) চেক ও আন্তর্জাতিক সনদসহ অন্যান্য পুরস্কারসামগ্রী লাভ করে। প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত করছে বাংলাদেশেশি কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ। সাইয়্যেদ সিলেটের সদর উপজেলার লাখাউরার বাসিন্দা মোহাম্মদ আব্দুল আসলামের ছেলে।

পাঠকের মতামত