প্রকাশিত: ০৫/১২/২০১৮ ৪:১২ পিএম

নিউজ ডেস্ক::
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থামিকে আসন্ন জিসিসি সম্মেলনে অংশ নেয়ার আহবান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার দেয়া খবরে বলা হয়, আগামী ৯ ডিসেম্বরে সৌদি আরবের রাজধানী রিয়াদে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে কাতারের বেড়িয়ে যাওয়ার ঘোষনার একদিন পরই এ আমন্ত্রণ জানানো হল। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। কাতারের পক্ষ থেকে এ আমন্ত্রণ পত্র গ্রহণ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি। জিসিসির মহাসচিব এ আমন্ত্রণ পত্র তুলে দেন। তবে এখনো শেখ তামিম সৌদি আরবে যাবেন কিনা সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করা হয়নি।
২০১৭ সালের জুনে, সৌদি আরবের নেতৃত্বে আরব রাষ্ট্রগুলো কাতারের বিরুদ্ধে সর্বাÍক অবরোধ ঘোষণা করে।

অবরোধকারী দেশগুলোর সবাইই জিসিসির সদস্য রাষ্ট্র। তারা কাতারকে আকাশ, ভ’মি ও সাগরপথে অবরুদ্ধ করে রেখেছে। সৌদি জোটের দাবি কাতার সন্ত্রাসীদের সাহায্য ও আশ্রয় দিচ্ছে। একইসঙ্গে এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্টের অভিযোগও আনা হয় কাতারের বিরুদ্ধে। কিন্তু এ সকল অভিযোগ অস্বীকার করে যাচ্ছে কাতার। গত বছর জিসিসি সম্মেলন কুয়েতে অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে, সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইনের রাষ্ট্রপ্রধানরা না গিয়ে শুধু মন্ত্রীদের পাঠায়। এবারের সম্মেলন নিয়ে কুয়েত আশা প্রকাশ করেছে যে, সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা আসন্ন জিসিসি সম্মেলনে অংশ নেবেন। কুয়েতসহ বেশ কয়েকটি রাষ্ট্র কাতারের সঙ্গে সৌদি-আমিরাত জোটের স¤পর্কোন্নয়নের চেষ্টা করেছে। কিন্তু সৌদি আরব ও আরব আমিরাত সরকার ¯পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, কাতারের সঙ্গে স¤পর্কোন্নয়নের কোনো ইচ্ছে তাদের নেই। তবে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সৌদি আরবের উপর চাপ সৃষ্টি করলে কিছুটা নমনীয় অবস্থান নেয় দেশটি।

পাঠকের মতামত