প্রকাশিত: ৩০/০৩/২০২০ ১:৪৭ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাস (COVID-19) জীবাণু পরীক্ষা, চিকিৎসা, এ সংক্রান্ত যাবতীয় তথ্য সহ সবকিছু জানতে ফোকাল পয়েন্ট স্থাপন করা হয়েছে। কক্সবাজারের ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৪১-৬৩৭৬৮, আর ফোকাল পারসনের নাম-ডা. আসমা আবসারী, এসএমও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচও), মোবাইল নম্বর : ০১৭১৩২০৫৮৭৭। স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এক বিজ্ঞপ্তি মূলে চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলার জন্য ১৩ করোনা ভাইরাস ফোকাল পয়েন্ট স্থাপনের কথা জানিয়েছেন। এসব ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষ ও ফোকাল পারসনের সাথে যোগাযোগ করে করোনা ভাইরাস (COVID-19) জীবাণু পরীক্ষা, চিকিৎসা, এ সংক্রান্ত সব তথ্য জানা যাবে।

চট্টগ্রাম বিভাগের অন্যান্য ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষ ও পারসনের নাম পদবী ও যোগাযোগের নাম্বার হলো-(১) চট্টগ্রাম জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩১-৬৩৪৮৪৩, ফোকাল পারসনের নাম- ডা. মোঃ নুরুল হায়দার, মেডিকেল অফিসার, (ডিজিস কন্ট্রোল) নাম্বার : ০১৮১৬০৩১১২১। (২) কক্সবাজার জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার : ০৩৪১-৬৩৭৬৮, ফোকাল পারসনের নাম-ডা. আসমা আবসারী, এসএমও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচও), মোবাইল নম্বর : ০১৭১৩২০৫৮৭৭। (৩) বান্দরবান জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৬১-৬২৫২৪, ফোকাল পারসনের নাম-ডা. মোঃ আলমগীর, মেডিকেল অফিসার, (সিএস) নাম্বার : ০১৭১০৫৬৬১৭৭। (৪) রাঙ্গামাটি জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৫১-৬২১১৪, ফোকাল পারসনের নাম-ডা. মোঃ মোস্তফা কামাল, মেডিকেল অফিসার, (সিএস) নাম্বার : ০১৭১৫৫৩০৮৩৭। (৫) খাগড়াছড়ি জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৭১-৬১৬৮১, ফোকাল পারসনের নাম-ডা. মিতন চাকমা, মেডিকেল অফিসার, (সিএস) নাম্বার : ০১৭১৫২৯৮২৪৭। (৬) ফেনী জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৩১৭৪০৪২, ফোকাল পারসনের নাম-ডা. তাহসিন নূর অমি, মেডিকেল অফিসার, সিএস, নাম্বার : ০১৭৩৩০৬১৩৫৬। (৭) নোয়াখালী জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩২১-৬১০৬৮, ফোকাল পারসনের নাম-ডা. হোসেন মোঃ আরাফাত, মেডিকেল অফিসার, রিজার্ভ স্টোর, নাম্বার : ০১৭৬৫৮২০৯৫৯। (৮) লক্ষীপুর জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৮১-৬১৩৩৬, ফোকাল পারসনের নাম- মোঃ আনোয়ার হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, নাম্বার : ০১৭১৪৯৬৪৮। (৯) চাঁদপুর জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৮৪১-৬৩৫৭০, ফোকাল পারসনের নাম- মোঃ ইউসুফ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, নাম্বার : ০১৭১৬২১৬৩৭২। (১০) কুমিল্লা জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০১৩০০২৬৬৯৪, ফোকাল পারসনের নাম- ডা. শাহাদাত হোসেন, ডেপুটি সিভিল সার্জন, নাম্বার : ০১৭৩৩৪৯৯৮৮৯। (১১) ব্রাহ্মণবাড়িয়া জেলা- ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৮৫১-৬১২৫৫/০১৭১৬৮৩৬৪২৪, ফোকাল পারসনের নাম-ডা. সানজিদা আক্তার, মেডিকেল অফিসার, (সিএস) নাম্বার : ০১৭১৬৮৪৪৪৮৮। এছাড়াও চট্টগ্রামের ফৌজদার হাটের বিআইটিআইডি’র ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার : ০২-৪৪০৭৫১৬৪ এবং চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার : ০৩১-৬১৬৭৮৬, ফোকাল পারসনের নাম-(ক) ডা. আবদুর রব, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন), নাম্বার : ০১৭১৪০৮০৫৯৩, (খ) ডা. জামাল মোস্তফা, আবাসিক মেডিকেল অফিসার, নাম্বার : ০১৬৭২০১৪৭৪৪।

পাঠকের মতামত

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...

আজ পহেলা বৈশাখ

আজ রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ ...