প্রকাশিত: ৩০/০৩/২০২০ ১:৪৭ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাস (COVID-19) জীবাণু পরীক্ষা, চিকিৎসা, এ সংক্রান্ত যাবতীয় তথ্য সহ সবকিছু জানতে ফোকাল পয়েন্ট স্থাপন করা হয়েছে। কক্সবাজারের ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৪১-৬৩৭৬৮, আর ফোকাল পারসনের নাম-ডা. আসমা আবসারী, এসএমও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচও), মোবাইল নম্বর : ০১৭১৩২০৫৮৭৭। স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এক বিজ্ঞপ্তি মূলে চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলার জন্য ১৩ করোনা ভাইরাস ফোকাল পয়েন্ট স্থাপনের কথা জানিয়েছেন। এসব ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষ ও ফোকাল পারসনের সাথে যোগাযোগ করে করোনা ভাইরাস (COVID-19) জীবাণু পরীক্ষা, চিকিৎসা, এ সংক্রান্ত সব তথ্য জানা যাবে।

চট্টগ্রাম বিভাগের অন্যান্য ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষ ও পারসনের নাম পদবী ও যোগাযোগের নাম্বার হলো-(১) চট্টগ্রাম জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩১-৬৩৪৮৪৩, ফোকাল পারসনের নাম- ডা. মোঃ নুরুল হায়দার, মেডিকেল অফিসার, (ডিজিস কন্ট্রোল) নাম্বার : ০১৮১৬০৩১১২১। (২) কক্সবাজার জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার : ০৩৪১-৬৩৭৬৮, ফোকাল পারসনের নাম-ডা. আসমা আবসারী, এসএমও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচও), মোবাইল নম্বর : ০১৭১৩২০৫৮৭৭। (৩) বান্দরবান জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৬১-৬২৫২৪, ফোকাল পারসনের নাম-ডা. মোঃ আলমগীর, মেডিকেল অফিসার, (সিএস) নাম্বার : ০১৭১০৫৬৬১৭৭। (৪) রাঙ্গামাটি জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৫১-৬২১১৪, ফোকাল পারসনের নাম-ডা. মোঃ মোস্তফা কামাল, মেডিকেল অফিসার, (সিএস) নাম্বার : ০১৭১৫৫৩০৮৩৭। (৫) খাগড়াছড়ি জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৭১-৬১৬৮১, ফোকাল পারসনের নাম-ডা. মিতন চাকমা, মেডিকেল অফিসার, (সিএস) নাম্বার : ০১৭১৫২৯৮২৪৭। (৬) ফেনী জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৩১৭৪০৪২, ফোকাল পারসনের নাম-ডা. তাহসিন নূর অমি, মেডিকেল অফিসার, সিএস, নাম্বার : ০১৭৩৩০৬১৩৫৬। (৭) নোয়াখালী জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩২১-৬১০৬৮, ফোকাল পারসনের নাম-ডা. হোসেন মোঃ আরাফাত, মেডিকেল অফিসার, রিজার্ভ স্টোর, নাম্বার : ০১৭৬৫৮২০৯৫৯। (৮) লক্ষীপুর জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৩৮১-৬১৩৩৬, ফোকাল পারসনের নাম- মোঃ আনোয়ার হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, নাম্বার : ০১৭১৪৯৬৪৮। (৯) চাঁদপুর জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৮৪১-৬৩৫৭০, ফোকাল পারসনের নাম- মোঃ ইউসুফ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, নাম্বার : ০১৭১৬২১৬৩৭২। (১০) কুমিল্লা জেলা-ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০১৩০০২৬৬৯৪, ফোকাল পারসনের নাম- ডা. শাহাদাত হোসেন, ডেপুটি সিভিল সার্জন, নাম্বার : ০১৭৩৩৪৯৯৮৮৯। (১১) ব্রাহ্মণবাড়িয়া জেলা- ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার ০৮৫১-৬১২৫৫/০১৭১৬৮৩৬৪২৪, ফোকাল পারসনের নাম-ডা. সানজিদা আক্তার, মেডিকেল অফিসার, (সিএস) নাম্বার : ০১৭১৬৮৪৪৪৮৮। এছাড়াও চট্টগ্রামের ফৌজদার হাটের বিআইটিআইডি’র ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার : ০২-৪৪০৭৫১৬৪ এবং চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফোকাল পয়েন্টের নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার : ০৩১-৬১৬৭৮৬, ফোকাল পারসনের নাম-(ক) ডা. আবদুর রব, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন), নাম্বার : ০১৭১৪০৮০৫৯৩, (খ) ডা. জামাল মোস্তফা, আবাসিক মেডিকেল অফিসার, নাম্বার : ০১৬৭২০১৪৭৪৪।

পাঠকের মতামত

দৈনিক আজাদী’র কক্সবাজার জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন আজিজ রাসেল

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী এম.এ ...