প্রকাশিত: ০৪/০৮/২০১৮ ১:৪৯ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৭ পিএম
Networking

ডেস্ক রিপোর্ট::

Networking

গ্রামীণফোন তার দুটি ইন্টারনেট প্যাকেজের দাম কমিয়েছে। চলতি সপ্তাহের মধ্যে অন্যান্য প্যাকেজের দাম সমন্বয় করা হবে।
সরকার ইন্টারনেট ব্যবহারের উপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় এই উদ্যোগ নেয়া হয়েছে।

গতকাল শুক্রবার থেকে বর্তমানের ৪২ টাকায় দুই গিগাবাইট (জিবি) প্যাকেজ পাওয়া যাবে ৩৮ টাকায়; যার মেয়াদ ২ দিন। আর ৯৪ টাকায় এক জিবি প্যাকেজ পাওয়া যাবে ৮৬ টাকায়; যার মেয়াদ ৭ দিন।
এ নিয়ে গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, আমরা ভ্যাট কমানোর সরকারি সিদ্ধান্তের প্রশংসা করি। এ কারণে গ্রাহকদের আরও কম মূল্যে বেশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে পারছে গ্রামীণফোন। এখন আমাদের গ্রাহকরা আরও সুলভে ইন্টারনেটের দুনিয়ায় প্রবেশ করতে পারবেন এবং আমাদের উন্নততর নেটওয়ার্কের অভিজ্ঞতা পাবেন।

পাঠকের মতামত

তেল ছাড়ায় চলবে বাজাজ বাইক!

শীঘ্রই প্রথম সিএনজি মোটরসাইকেল চালু করার প্রস্তুতি নিচ্ছে বাজাজ। বাইকটি বাজারে আসলে তেল খরচ নিয়ে ...

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...