প্রকাশিত: ০৭/০৩/২০২১ ৬:৫৫ পিএম

কক্সবাজার সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ সরাসরি ও অনলাইনে প্রচার এবং সকাল সাড়ে ১০ টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠের মাধ্যমে উক্ত আলোচনা সভার শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম এবং শিক্ষক পরিষদ সম্পাদক মফিদুল আলম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক। এতে আরো বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক অরুন বিকাশ বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুল আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন চক্রবর্তী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ। সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।

পাঠকের মতামত

নিরাপত্তারক্ষীর কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন বিসিএস ক্যাডার

গল্প-আড্ডায় বিশ্ববিদ্যালয়জীবনটা উপভোগের সুযোগ আবদুল মোত্তালিবের হয়নি। দুপুর গড়ালেই তাঁকে ছুটতে হতো কাজে। অসচ্ছলতার কারণে ...

এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম তানজিম সর্বা

সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ ...