প্রকাশিত: ২৫/০৬/২০১৯ ৮:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৩ জনকে আটক করেছে। গত ২৩ জুন হতে ২৪ জুন সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ ইয়াছিন পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান এসআই মোঃ রাজিব চন্দ্র পোদ্দার এসআই আবু বক্কর সিদ্দিক এসআই আনছারুল হক এসআই সনৎ বড়ুয়া এএসআই লিটন মিয়া এএসআই আশিক এএসআই কাশেম এএসআই সাজিদুল সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন

১।জাহেদা,স¦ামী-আলী মিস্ত্রী,সাং-পিটি স্কুল দক্ষিন রুমালিয়াছড়া,থানা ও জেলা-কক্সবাজার।

২।হালিমুর রহমান লাভলু,পিতা-মৃত হাবিবুর,সাং-খোদাই বাড়ী, থানা ও জেলা-কক্সবাজার।

৩।সিরাজ উদ্দিন,পিতা-জমির আহমদ,সাং-ওয়াহেদের পাড়া,ইসলামাবাদ,থানা ও জেলা-কক্সবাজার।

৪।আব্দুল জব্বার,পিতা-আলী আহমদ,সাং-দক্ষিন রুমালিয়াছড়া,০৭ নং ওয়ার্ড এবিসি ঘোনা, থানা ও জেলা-কক্সবাজার।

৫।উম্মে হাবিবা,পিতা-মোস্তাক আহমদ,সাং-লম্বাবিল,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।

৬।মোর্শেদ আলম,পিতা-আবুল ফজল,সাং-মনোহরখালী,মন্তার বাড়ী,কলেজ রোড বড়কুল ইউপি,থানা-কুতুবদিয়া,

৭।বেলাল উদ্দিন,পিতা-আবুল কালাম,সাং-তুলাতুলি,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার।

৮।মোঃআরমান,পিতা-হাবিবুর রহমান,সাং-ফিসারি ঘাট, থানা ও জেলা-কক্সবাজার।

৯।ইরফান হোসেন,পিতা-মৃত এনায়েত হোসেন,সাং-রোড নং ১২,থানা-ধানমন্ডি ডিএমপি,জেলা-ঢাকা।

১০।নুসরাত রশিদ,স¦ামী-ইফরান হোসেন, সাং-রোড নং ১২,থানা-ধানমন্ডি ডিএমপি,জেলা-ঢাকা।

১১।মোঃ সাহেদ,পিতা-আহম্মদ রশিদ,সাং-মুন্সির বিল,খুরুলিয়া, থানা ও জেলা-কক্সবাজার।

১২।কামাল হোসেন,পিতা-নুর হোসেন,সাং-ফগনারডেইল,কক্সবচাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

১৩।মোঃ আলমগীর,পিতা-মনঞ্জুর আলম,সাং-পশ্চিম নতুন বাহারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরে ইফতার যে রকম

আব্দুল কুদ্দুস,প্রথমআলো রোববার বিকেল চারটা। কক্সবাজারের উখিয়ার প্রধান সড়ক থেকে বালুখালী আশ্রয়শিবিরে ঢোকার রাস্তায় দেখা ...

লাইসেন্সের কোন কাজ নেই, টাকা দিলে লাইসেন্স লাগে না!- উখিয়ার ব্যবসায়ী সাদ্দাম

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কথিত লেভেল লাগিয়ে অবৈধভাবে ব্যাটারির পানি বিক্রি করেন উখিয়ার সাদ্দাম মটরসের স্বত্তাধিকারী ...