প্রকাশিত: ২৫/০৫/২০১৮ ৯:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৯ এএম

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস টীম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, দুর্ঘটনার সময় বাসটি যাত্রীশুন্য হওয়ায় এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার শিকার বাসটি (কক্সবাজার জ-১১-০২৪৩) উখিয়া কোটবাজার এলাকার জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বাস টার্মিনাল সংলগ্ন হর্টিকালচার সেন্টার সংলগ্ন সড়কের পাশে বাসটি দাঁড়ানো অবস্থায় ছিল। হঠাৎ বাসে অগুন দেখতে পায় স্থানীয় লোকজন। তাৎক্ষণিক তারা কক্সবাজার ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপনকারীরা।

হঠাৎ অগ্নিকান্ডের কারণ জানা না গেলেও স্থানীয়রা সিগারেটের আগুন থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারনা করছে। তবে, এ নিয়ে একটি পক্ষ দোষারোপের খেলা খেলতে চাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. আব্দুল মালেক খান জানান, বাসে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার কারণ জানা সম্ভব হয়নি।

পাঠকের মতামত