প্রকাশিত: ২২/১০/২০২০ ৫:৩২ পিএম

মো তাওহীদুল ইসলাম রাপী::
এবার ঘন্টার পর ঘন্টা দীর্ঘ যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের চলাচলকারী যাত্রী এবং পথচারীদের।
এদিকে এই মহাসড়কের সংস্কার কাজ চলমান থাকায় নিত্য ছোট-খাটো যানজট লেগেই ছিল। তারমধ্যে হঠাৎ বৃষ্টিতে সব জায়গায় পানি জমে যাওয়াই যানবাহন চলাচলের বিঘ্ন ঘটেছে।তাই এই দীর্ঘ যানজট । দুর্ভোগে পড়েছে সকল যাত্রী এবং পথচারীরা। দীর্ঘস্থায়ী এই যানজটটি কক্সবাজারের হাজীপাড়া থেকে বাস টার্মিনাল এর মধ্যে দিয়ে বিডিআর ক্যাম্প পর্যন্ত বিস্তৃত। কিন্তু যেখানে গাড়ি চলাচল প্রায় স্বাভাবিক সেখানেও যাত্রীদের এই অসহায়ত্বের সুযোগ কে ব্যবহার করে নির্দিষ্ট ভাড়ায় যাত্রী বহনে অনিহা দেখাচ্ছেন কিছু অসাধু ড্রাইভার।তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতেও দেখাচ্ছেন অনীহা।এমনকি, ৫ টাকা বা ১০ টাকার গন্তব্যস্থলে নিচ্ছেন ৩০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত।অনেক ড্রাইভার জবাব দিচ্ছেন রির্জাভ বিহীন যাবেই না। যাদের অতীব প্রয়োজন তাড়া বাধ্য হয়েই যাচ্ছেন গন্তব্যস্থলে।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত ফাঁড়ির ...