প্রকাশিত: ২১/০৫/২০১৮ ২:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪০ এএম

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচটি দোকান থেকে প্রায় ২০ মন নষ্ট সেমাই জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়।

আজ সোমবার বেলা ১১টা দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোমান হোসেন প্রিন্স।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঈদগাঁও বাজারের পাঁচটি মুদির দোকানে অভিযান চালিয়ে প্রায় ২০ মন নষ্ট হয়ে যাওয়া সেমাই জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। তবে প্রথমবারের মত দোকান মালিককে কারাদন্ড বা অর্থদন্ড না করে সতর্ক করা হয়।

একই অভিযানে পুরো বাজার পরিদর্শন করেন ইউএনও। এসময় প্রতিটি ব্যবসায়ীকে দোকানে মূল্য তালিকা টাঙানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোমান হোসেন প্রিন্স বলেন, পবিত্র রমজান মাসে যাতে ব্যবসায়ীরা ভোক্তাদের ঠকাতে না পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এরপর থেকে কোন ব্যবসায়ী ভেজাল পণ্য বিক্রি, অতিরিক্ত মুনাফা আদায় এবং দ্রব্যমূল্যের তালিকা না টাঙালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত