প্রকাশিত: ২২/০১/২০২১ ৬:৫৬ পিএম

কক্সবাজারের মহেশখালীতে বেলুন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) সকালে বিস্ফোরণের ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ও চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই কিশোর বলে জানা গেছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন সিলিন্ডার বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ।

জানা গেছে, উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হওয়া বার্ষিক সভার শেষ দিন আজ (শুক্রবার)। এ উপলক্ষে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলা বসে। এতে এক বেলুন বিক্রেতা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...