প্রকাশিত: ১৫/০৪/২০১৯ ১০:৩৬ পিএম

মাহাবুবুর রহমান.
যারা বিপদে ফেলে তারাই টাকা পেলে সেই বিপদ থেকে উদ্ধার করে। কথাটি শুনতে প্রবাদ বচন মনে হলেও বাস্তকে সেটা ঘটছে কক্সবাজারের মেরীন ড্রাইভ সড়কের বিকল্প সড়কে গাড়ী ঠেলে দেওয়ার নামে টাকা আদায় কারিদের বিষয়ে সাধারণ মানুষের মন্তব্য।কলাতলী এলাকার মনজুর,আরিফ সহ অনেকে বলেন,কয়েক মাস ধরে মেরীন ড্রাইভ সড়ক মেরামত করার জন্য বীচ দিয়ে বিকল্প ভাবে যাওয়ার পথে স্থানীয় কতিপয় ব্যাক্তি রাতে সেই বীচের বালি কুড়ে দিয়ে নরম করে দেয়। তারাই আবার দিনের বেলায় গাড়ী চলাচল করতে গিয়ে গাড়ী আটকে গেলে সেইসব গাড়ী ঠেলে উঠিয়ে দেওয়ার নামে ৫শ থেকে ১০০০ টাকা দাবী করে। পরে ২ থেকে ৩ শ টাকা ছাড়া কোন ভাবেই মানেনা। এসব কাজে ১৫ থেকে ২০ জনের কিছু স্থানীয় লেবার শ্রেনীর মানুষ জড়িত বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত